শ্রীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনের লক্ষ্যে কর্মশালা

0
206

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে দিনব্যাপী কর্মশালা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিজস্ট্রেট শিলু রায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুস্পেন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

উক্ত কর্মশালায় উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় মাদক প্রতিরোধে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।