ডেঙ্গুতে এ বছর সবচেয়ে বেশি মৃত্যু

0
113

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যুর পর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা পাওয়া গেলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৫০ এবং ঢাকার বাইরে ৩৭০ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন ৩ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৪ হাজার ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১ হাজার ৩৯৭ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

এক তথ্যে জানা গেছে, প্রতি ঘণ্টায় গড়ে ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিনই শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই রাজধানীর বাইরে দেখা যাচ্ছে। দেশের ৬৩ জেলাতেই ডেঙ্গু রোগী দেখা গেছে।

এদিকে, চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে কীটতত্ত্ববিদরা বলছেন। তবে ডিসেম্বরের শুরুতে এর প্রকোপ কিছুটা কমতে পারে।