রামগঞ্জে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা

0
132

পারভেজ হোসাইন, রামগঞ্জ: ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার, (৭ নভেম্বর) সকাল ৯টায় পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মাদ কামরুজ্জামান এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার।

এসময় নেতৃবৃন্দ বলেন, ৭ ই নভেম্বর ৭৫ সালে দেশ গভীর সংকট থেকে সহীদ জিয়ার নেত্বৃতে মুক্ত হয়।আমাদের ৭ ই নভেম্বর এর চেতনাকে লালন করতে হবে

উপজেলা নেতৃবৃন্দ আরও বলেন বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জেলা কমিটির নির্দেশে উপজেলা ও পৌর বিএনপির কমিটির গঠিত হয়েছে। এখানে কারো কোনো হাত নেই। নেতৃবৃন্দ আরো বলেন, আজকে বিএনপি ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এই কমিটির বিরুদ্ধে গিয়ে যারা আন্দোলন করছে, তারা বিএনপির লোক নয়। তাদের সাথে জেলা বিএনপি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কর,পৌর বিএনপির সদস্য সচিব সহ কোন যুগ্ন আহবায়ক নেই, ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ৯০শতাংশই নেই।এমনকি অংগ সংগঠনের কোন নেতৃবৃন্দ নেই। অতএব বিএনপি বিএনপির গতিতে চলবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে আজকে বিএনপির নাম ব্যবহার করে সরকারী দলের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম, আবুল কাশেম, নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আওরঙ্গজেব বাবলু, শাহ আলম শাহীন, জেলা যুবদলের সদস্য আবুল বাশার সতু, কবির হোসেন কানন, আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ রাব্বানী, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান, কাউসার মাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান সহ নবগঠিত উপজেলা ও পৌর কমিটির সদস্যবৃন্দ।