আম্পায়ারের বিস্ময়কর সিদ্ধান্তে ‘গোল্ডেন ডাক’ সাকিবের

0
249

সৌম্য সরকার আউট হওয়ার পর ব্যাট করতে নামলেন সাকিব আল হাসান। কিন্তু প্রথম বলেই আউট বাংলাদেশ অধিনায়ক। তবে শাদাব খানের বলে আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

বলতে গেলে আম্পায়ারের বিস্ময়কর সিদ্ধান্তে আউট হতে হয়েছে সাকিবকে। সিদ্ধান্ত মানতে না পেরে আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন সাকিব।

অ্যাডিলেডে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের্ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ঘটনা ঘটে বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে। আগের বলে ফিরে যান সৌম্য সরকার। এরপর উইকেটে এসেছিলেন সাকিব। পাকিস্তানের বোলার শাদাব খানের স্লো ফুলটস সাকিবের ব্যাটে লাগার পর পায়ে লেগে অন্য দিকে যায়।

শাদাব এলবিডব্লিউয়ের আবেদন করার পর মাঠের আম্পায়ার কিছু ক্ষণ অপেক্ষা করে আউট দিয়ে দেন। সাকিব সঙ্গে সঙ্গে রিভিউ নেন।

ডিআরএসে স্পষ্ট দেখা যায়, বল আগে ব্যাটে লেগেছে। কিন্তু তৃতীয় আম্পায়ার বলে দেন, ব্যাটের সঙ্গে বলের কোনো যোগাযোগ হয়নি। স্নিকোমিটারে যা ধরা পড়েছে সেটি ব্যাটের মাটিতে লাগার শব্দ। বল সরাসরি সাকিবের পায়ে লেগেছে।

কিন্তু তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। এমনকি সাকিব যে তিন মিটারের বেশি এগিয়ে এসেছে সেটাও বিবেচনায় নেওয়া হয়নি।

সাকিব বিশ্বাসই করতে পারছিলেন। প্রথমে অবাক হয়ে যান। তার পরে মাঠে থাকা দুই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

শেষ মেশ হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন সাকিব। ধারাভাষ্যকাররাও এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন।