নীলফামারীতে নতুন আরো ৩৮ জন করোনা রোগী শনাক্ত

0
90

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় নতুন করে আরো ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, ঢাকা ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্ট হতে এ তথ্য পাওয়া গেছে।

জেলায় নতুন করে করোনা পজেটিভদের মধ্যে- নীলফামারী উত্তরা ইপিজেডের ২৮ জনের মধ্যে ২৪ জন চীনা নাগরিক। নীলফামারী উত্তরা ইপিজেডের মাজেন (বিডি) লিমিটেড কোম্পানির ১৭ জন চীনা নাগরিক সহ ২০ জন, এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের ৭ জন চীনা নাগরিক, এছাড়াও ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিমিটেডের ১ জন। নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার ১৫ বছরের এক কিশোরী, বাবুপাড়ার ১ জন, উকিলের মোড় (কুখাপাড়া) ১ জন, হাসপাতাল মোড় (ধনীপাড়া সড়ক) ১ জন, রামনগর ইউনিয়নের বাহালিপাড়ায় ১ জন, জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মধ্য পশ্চিম কাঁঠালীয়ায় ১ জন, শৌলমারী ইউনিয়নের কাজিপাড়ার ১ জন, সৈয়দপুর উপজেলার নয়াটলা মন্দির এলাকার ১ জন, পুরাতন বাবুপাড়া দাউদ ম্যানসন ১ জন এবং ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩৬ জন। নীলফামারী সদরে ২৩৪ জন, জলঢাকা উপজেলায় ৮৯ জন, সৈয়দপুর উপজেলায় ৭৩ জন, ডিমলা উপজেলায় ৫৪ জন, ডোমার উপজেলায় ৪৮ এবং কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন।

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৩৮১ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন। জেলায় এখন পর্যন্ত ১ নারী সহ মৃত্যু বরণ করেছেন ৮ জন।