চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন জাপান গমনকারীদের সংবর্ধনা

0
127

চাঁপাইনবাবগঞ্জঃ শতবর্ষে জাতির পিতা সূবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৩০ জন জাপান গমণকারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ৩০ জন জাপানি ভাষা শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঈন উদ্দিন, জাপানিজ ভাষা প্রশিক্ষক ইমরান হোসেন, টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন, টিটিসির চীফ ইন্সট্রাক্টর জাকির হোসেনসহ অন্যরা।

এসময় প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে প্রায় ৩০ জন জাপানি ভাষা শিখে জাপান যাচ্ছেন। তারা দেশের পতাকা জাপানে উড়িয়ে বৈদেশিক মুন্দ্রা বাংলাদেশে পাঠাবেন। তিনি আরো বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকবেন।