চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী নির্বাচিত

0
161

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনরস প্রতীকে ১৭৭৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী গোলাম আজম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমেদ নজমুল কবির মুক্তা নৌকা প্রতীকে পেয়েছেন ১২৫৯৮ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রশিদ সনু পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।

বুধবার(০২ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মাকর্তা মো. তাসিনুর রহমান।

তিনি বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ নির্বাচনে ৮০ দশমিক ৫৪ শতকরা ভোট পড়েছে। এতে বাতিল হয়েছে ৭০ ভোট। দুর্লভপুর ইউপি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮০১ জন ও নারী ভোটার ১৯ হাজার ১৮৩ জন। মোট ভোট কেন্দ্র ১৭টি ও সংখ্যা ১৫০টি কক্ষে প্রয়োগ করেছেন।