রাত পোহালেই নায়েকপুর ইউনিয়নে উপ-নির্বাচন!

0
246

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল বুধবার (২ নভেম্বর)।

আগামীকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমএ পদ্ধতিতে একটানা ভোট গ্রহণ চলবে। ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান (হবু মাতাব্বর) এর অকাল মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্টিত হবে।

গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়া এবারও নৌকা প্রতীক নিয়ে উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাছাড়া ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান রোমান (ঘোড়া),আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম খোকন (চশমা), মোঃ ফখরুল ইসলাম খান হেভেন (আনারস), মোছাঃ সেতু আক্তার মনি (টেলিফোন), সিমন আহমেদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

নির্বাচনকে ঘিরে প্রচারণার শেষ দিনেও ইউনিয়ন বাসীর সেবা করার জন্য সর্ব সাধারণের কাছে দোয়া ও আশির্বাদ চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে আসছেন চেয়ারম্যান প্রার্থীরা।

অনুষ্টিত এ নির্বাচনে ১৬ হাজার ৫৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫১৪ জন এবং নারী ৮ হাজার ১৪৭ জন ভোটার রয়েছে। এরি মধ্যে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও মহল্লার ভোটারদের মুখে মুখে আলোচনায় এগিয়ে আছে গত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন উদ্দিন ভূইয়া (নৌকা)। শেষ প্রচারণায় বিএনপি নেতা আতিকুর রহমান রোমানের ঘোড়া প্রতীকে জোড়েসুরে হাওয়া লাগছে। ৯ টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা আতিকুর রহমান রোমানের বিজয় নিশ্চিত করতে মাঠে মরিয়া কাজ করছেন। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ ফখরুল ইসলাম খান হেভেন (আনারস), ও রফিকুল ইসলাম খোকন (চশমা) ভোটারদের মধ্যে আলাচনায় রয়েছেন।

এ দিকে উপ-নির্বাচনের ৫ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন বলে নির্বাচন কমিশনকে অবহিত করেছেন প্রার্থীরা। ঝুকিপূর্ন কেন্দ্রগুলো হচ্ছে আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নায়েকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও আফতাব হোসেন একাডেমী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, অবাধ ও সুষ্টু ভাবে নায়কেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইভিএমএ পদ্ধতিতে ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন এর জন্য তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।