ইবির বায়োটেকনোলজি বিভাগের নয়া সভাপতি ড. নাজমুল

0
732

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ,কে,এম নাজমুল হুদা। অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের স্থলাভিষিক্ত হলেন ড. এ,কে,এম নাজমুল হুদা।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতির অফিস কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা জামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক, অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. মোঃ খসরুল আলম, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ ফারুকী, সহযোগী অধ্যাপক ড. অঞ্জনা পারভীন, সহকারী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বায়োটেকনোলজি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় ১লা নভেম্বর বিভাগের অধ্যাপক ড. এ,কে,এম নাজমুল হুদাকে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিভাগের ১২ তম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. এ,কে,এম নাজমুল হুদা বলেন, বিভাগকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পালাক্রমে সকলকে দায়িত্ব পালন করতে হয়, সেই হিসাবে প্রশাসন দায়িত্ব দিয়েছে। দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করছি। এসময় বিভাগের গবেষণাকে এগিয়ে নিতে তিনি সকলের প্রতি আহবান জানান।