চট্টগ্রামে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

0
186

চট্টগ্রামের বাঁশখালীতে ৩০ বছর আগের সংঘটিত একটি হত্যাকান্ডের দায়ে তিন ভাইসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। রোববার (৩০ অক্টোবর) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছে কবির আহম্মেদ, নজরুল ইসলাম, দিল মুহাম্মদ, দুলা মিয়া, হারুনুর রশিদ ও মোহাম্মদ আলী প্রকাশ লাল মোহাম্মদ।

চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তাদের আরও ৬ মাস সাজা দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২৩ অক্টোবর বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা এলাকায় মো. হাছান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ জানে আলম ১২ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। এরমধ্যে মামলা চলাকালে ৬ আসামি মৃত্যুবরণ করেছেন। বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। আদালতে ২০ জন সাক্ষির মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।