ফিলিপসের অসাধারণ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ১৬৭

0
180

শুরুতেই ওপেনিং জুটির বিদায়। অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হয়ে আরও চাপ বাড়িয়ে এলেন। দিশেহারা নিউজিল্যান্ড ভক্তদের মাথায় হাত। ওই সময় গ্লেন ফিলিপস খেললেন চোখ জুড়ানো ইনিংস। তার ব্যাটের ছোঁয়ায় জন্ম হতে থাকলো ‍সুন্দর সব মুহূর্ত। কঠিন পথ পাড়ি দিয়ে এই ব্যাটার হাসলেন সেঞ্চুরির আনন্দে, আর নিউজিল্যান্ড ক্যাম্পে ফিরলো স্বস্তির বাতাস।

আজ (শনিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের সামনে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের টপ অর্ডার। সেখান থেকে কিউইদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন ফিলিপস। গোটা ইনিংসে তার অবদান কতটা, সেটা হয়তো স্কোর দেখলেই বোঝা যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করেছে ১৬৭ রান, যেখানে ফিলিপসের একারই ১০৪!

টস জিতে ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলেই ফিন অ্যালেনকে (১) হারায় নিউজিল্যান্ড। খানিক পর ডেভন কনওয়েও (১) হন তার সঙ্গী। বিপদের ওই সময় অধিনায়ক উইলিয়ামসন সামনে থেকে প্রতিরোধ গড়বেন কী, উল্টো মাত্র ৮ রান করে ফেরেন সাজঘরে।

লঙ্কানদের বোলারদের সামনে ১৫ রানে নেই কিউইদের ৩ উইকেট। চারে নামা ফিলিপস শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে স্বভাবসুলভ আক্রমণাত্মক হয়ে ওঠেন। তার ইনিংসের সঙ্গে অবদান আছে ২৪ বলে ২২ রান করা ড্যারিল মিচেলের ইনিংসটির।

তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন ফিলিপস। চাপের মধ্যে অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬২ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশ্য ১২ রানেই বিদায় নিতে পারতেন ডানহাতি ব্যাটার, যদি ভানিন্দু হাসারাঙ্গার বলে পাথুম নিসানকা সহজ ক্যাচটি তালুতে নিতে পারতেন। ফিলিপস আরেক বেঁচে গিয়েছিলেন দাসুন শানাকা ক্যাচ নিতে না পারায়। শেষ পর্যন্ত ফিলিপস ৬৪ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেন ১০৪ রানের অসাধারণ এক ইনিংস।