বিরামপুরে শিক্ষক দিবস পালিত

0
173
বিরামপুরে শিক্ষক দিবস পালিত
বিরামপুরে শিক্ষক দিবস পালিত

এস এম মাসুদ রানা, বিরামপুর প্রতিনিধিঃ“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, আওয়ামী লীগের শ-সভাপতি শিবেশ কুন্ড, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রার অধ্যক্ষ আ ছ ম হুমায়ন কবির, বিএম কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, বিরামপুর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক-ই- আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা খাতুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, রেলকলনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাম্বাসেডর শিক্ষক মামুনুর রশীদ, শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক নিরঞ্জ কুমার প্রমুখ।