ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

0
205

গাজীপুরের টঙ্গীর বড়বাড়ী থেকে স্টেশন রোড এলাকায় ঢাকাগামী ও ময়মনসিংহগামী লেনে প্রায় ছয় কিলোমিটার যানজট তৈরি হয়েছে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকে ওই যানজট তৈরি হয়।

জানা গেছে, ভারী বৃষ্টির কারণে টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। ইতোমধ্যে খানাখন্দগুলো বর্তমানে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের বড়বাড়ি থেকে স্টেশন রোড পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, যানজট নিরসনে বুধবার রাতে ওই অংশে ময়মনসিংহমুখী মহাসড়কে এক লেনের মেরামত কাজ হয়েছে। বৃহস্পতিবার থেকে ঢাকামুখী লেনের মেরামত কাজ শুরু হবে।

তিনি আরও জানান, সড়ক ভবনে সওজের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে বুধবার হাইপ্রোফাইলদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে শুক্রবার ও শনিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত মহাসড়কের এ অংশটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের উপযোগী করে দেবে বিআরটি কর্তৃপক্ষ।