হরিপুরে জমিদারবাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন

0
102

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ গেটে ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে করার জন্য এক মানববন্ধন করেছে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ।

এ সময় বক্তারা বলনে, একটি জলো চহ্নিতি হয় ঐতহ্যিবাহী স্থাপনা ও সংস্কৃতি র্কমকাণ্ডরে মধ্যদয়ি।ে জলোর হরপিুর উপজলোয় তমেনি অবস্থতি এ রাজবাড়ীটি।

রাজবাড়ীটি র্দীঘদনি ধরে সংস্কার না হওয়ায় টানা র্বষণে তা ধসে পড়তে শুরু করছে। এখনই মরোমত করা না হলে জলোর ঐতহ্যি রক্ষা করা সম্ভব নয়। তাই রাজবাড়ীটি রক্ষায় প্রশাসনরে কাছে দাবি জানয়িছেনে তারা।
মানববন্ধনে অংশ ননে শক্ষর্িাথী আব্দুল্লাহ আল মামুন, তানজরিুল ইসলাম, রাকবি হাসান রয়িাদ, সালমান খান ফারসি, আসফি ইকবাল আকাশ, মুরাদ হোসনে, মাহমি সরকার, উজ্জল হাসান রাজবরি, মাসুদ রানা, শাইফ মুনতাসরি, মহদিুর সরকার বাপ্পি, লয়িাকত আলী বাপ্পি, সাকবি হাসান রয়িাল, আরফি হোসনে, রকি ইনসান, শাহরয়িার আহম্মদে সগ্ধি, নাবদি হাসান রানা, ফারহান তানভীর, আসফিুল হোসনে আসফি, প্রমুখ।