হিজলায় কোস্টগার্ডের বিশেষ অভিযান

0
296

হিজলা প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২২ উপলক্ষে গত ৭ হতে আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরন, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষে গোপন সংবাদেও ভিক্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনস্ত বিসিজি স্টেশন হিজলা কতৃক অদ্য ২১ অক্টোবক বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১২০ কেজি মা ইলিশ মাছ , ১ জন আসামি সহ ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটকৃত আসামি আব্দুস সত্তার মোল্লা (৩৫) বরিশাল জেলার হিজলা থানার দূর্গাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। পরবর্তীতে জব্দকৃত নৌকাটি হিজলা উপজেলা মৎস্য অফিসার এস এম পারভেজ এর নির্দেশক্রকে ছিগ্র করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়, আসামি নৌপুলিশের নিকট হস্তান্তর এবং মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।