গোপালপুরে মানবতার দৃষ্টান্ত করল লায়ন্স ক্লাব

0
171

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: লায়ন্স ক্লাব, ঢাকা কিংফিশার, ডিস্ট্রিক্ট 315-A2 উদ্যোগে, গতকাল সকালে টাঙ্গাইলের গোপালপুরে বনমালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান সহ, সাফ ফুটবল বিজয়ী নারীর দলের অন্যতম খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, এবং গোপালপুরের কৃতি সন্তান গোলাম রায়হান ছোটনকে সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত সংগঠনটি বিভিন্ন মানবতার সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত সংগঠনটি মানবতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অত্র প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ এর সভাপতিত্বে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ঝর্ণা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, পি এম জে এফ, লায়ন দিলারা বেগম পি এম জে এফ, লায়ন শামসুন্নাহার পি এম জে এফ, কেবিনের সম্পাদক লায়ন নাসির হায়দার পি এম জে এফ, লায়ন আমিনুর রহমান পি এম জে এফ, লায়ন আজাদ রহমান অনু, জোনাল চেয়ারপারসন লায়ন আরিফ হোসেন, লায়ল আজহার উদ্দিন পি এম জে এফ, সম্পাদক লায়ন আমিনুর রহমান সেলিম, বাঁশি বাদক শেখ সোলাইমান সহ, এ সময় আরো উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।