বাগেরহাটে র‌্যাবের অভিযান: অবৈধভাবে চাল মজুদের দায়ে জরিমানা

0
367

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে র‌্যাবের অভিযানে অবৈধভাবে ১ লক্ষ ২ শত কেজি চাল মজুদের দায়ে ০১ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের নাগেরবাজার এলাকায় একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত অনুমোদন বিহীন চাল মজুদ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ অক্টোবর) র‌্যাব-৬, সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাগেরহাটের সমন্বয়ে অশিত সাহা এন্ড ব্রাদার্স নামক চালের আড়ৎএ মোবাইল কোর্ট পরিচালনা করে। ওই প্রতিষ্ঠানটি বিপুল পরিমান চাল মজুদের দায়ে
অশিত সাহা এন্ড ব্রাদার্স’র মালিক অশিত সাহাকে কৃষি বিপণন আইনে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে মজুদ করা ০১ লক্ষ ২ শত কেজি বিভিন্ন প্রকার চাল জব্দ করে।

পরে জরিমানা আদায়কৃত টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাগেরহাট সরকারি কোষাগারে জমা প্রদান করেন এবং মজুদকৃত চাল ২৪ ঘন্টার মধ্যে খুচরা বাজারে বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন।