দুই হাজার বিতার্কিকদের মধ্য থেকে ৫ম স্থান অর্জন কুবি শিক্ষার্থীর

0
141

‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হয় দেশ সেরা বিতার্কিকদের সর্ববৃহৎ মিলনমেলা “ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব”।

গত ১৪ই অক্টোবর শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে উৎসবের উদ্বোধন করেন ভাষাবীর এম এ ওয়াদুদ ট্রাস্টের সভাপতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

জাতীয় পর্যায়ের এই বিতর্ক উৎসবে ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর সমাগম হয়। এর মধ্যে বারোয়ারী বিতর্কে পঞ্চম স্থান অর্জন করে নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম আবর্তনের আইন বিভাগের শিক্ষার্থী আহমদ উল্লাহ্ রাফি। ১৫ই অক্টোবর বিজয় স্মারক হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে ক্রেস্ট এবং প্রাইজমানি গ্রহণ করেন রাফি।

তিনদিন ব্যাপী এই বিতর্ক উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়াও, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) সাবেক সভাপতি আবদুন নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।