চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
124

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রং বেরংয়ের বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়।

পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সচেতনামূলক হাতাধোয়ার নিয়ম, সুফল, শরীরে রোগ জীবানু প্রবেশ করতে পারবে না, এর চর্চা এবং অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাঃ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী প্রমুখ। এর আগে সচেতনতা তৈরীতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।