দেশে কমেছে করোনায় প্রাণহানি

0
107
ফাইল ছবি

দেশে করোনায় প্রাণহানি কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে এক জনের। নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৯ জনে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৪৫ জন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। এর আগের দিন করোনায় দেশে মৃত্যু হয়েছে দুই নারীর। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৯৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় মোট চার হাজার ৯৮৭টি নমুনা। এসব পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৪৫ জনের দেহে। এতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জনে। শতকরা হিসেবে ৮ দশমিক ৯২ ভাগ।

অপর দিকে মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ ভাগ। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৯ ভাগ। মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জনে। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে এক দশমিক ৪৫ ভাগ।