পদত্যাগ করলে বিএনপির আসনে উপ-নির্বাচন : তথ্যমন্ত্রী

0
236
ফাইল ছবি।

যদি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) পদত্যাগ করে তাহলে তাদের আসনগুলোতে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি যদি আন্দোলনের চূড়ান্ত রূপরেখা দেয়, তাহলে তাদের দলীয় এমপিরা পদত্যাগ করবেন বলে আওয়াজ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা এটা করলে অসুবিধা নেই। তাদের পাঁচজন সংসদ সদস্য আছে। তারা পদত্যাগ করলে সেখানে উপ-নির্বাচন হবে।

বিএনপির ডাকা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে গণঅভ্যুত্থান এবং সরকারের পতন হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জের ধরে হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১৩ বছর ধরে ফখরুল সাহেব এ রকম কথা বলে আসছেন। সভাও তারা করেছেন। বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ আগেও করেছে। সেসব সমাবেশে তারা নিজেরা মারামারি করেছে। নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করার ঘটনাও ঘটেছে।

বিভাগীয় সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে সরকার জনগণের নিরাপত্তা বিধানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।