রাশিয়া নিয়ে ভোট; ভেবেচিন্তে অবস্থান নেবে বাংলাদেশ

0
162

ইউক্রেনে আগ্রাসান চালানোয় রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘে উঠতে যাওয়া রেজুলেশনের ভোটে চিন্তাভাবনা করে এগোবে বাংলাদেশ। মঙ্গলবার রাতে এই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে বলেন, “আমরা পক্ষে, বিপক্ষে বা ভোটে বিরত থাকব কিনা সেটি আমি বলব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত আমরা ভোটগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি। যদি ভোট হয় তাহলে আমরা বিচক্ষণতার সঙ্গে দেব।”

মন্ত্রী বলেন, “আমাদের নিজস্ব নীতি আছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা জাতিসংঘ সনদে বিশ্বাস করি এবং জাতিসংঘের সমর্থক। আমাদের দেশের স্বার্থের জন্য মঙ্গলকর, আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।”

যুদ্ধের বিষয়ে তিনি বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং একটি সমঝোতার মাধ্যমে এর সমাধান হয়। যুদ্ধের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লাই চেনে সংকট তৈরি হয়েছে। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে আমরা যুদ্ধ চাই না।

“যে ধরনের পরিস্থিতি তৈরি হোক, সেগুলো যদি যুদ্ধ বন্ধ করার ঈঙ্গিত দিতে পারে, আলোচনার সুযোগ তৈরি করতে পারে, তাহলে আমরা খুব খুশি হব। কারণ যুদ্ধটা অনেকদিন চলমান থাকলে আমাদের অনেক ক্ষতি হবে।”