মোহনপুরে মোবাইল ও কম্পিউটার কিনে না দেওয়া স্কুলছাত্রের আত্মহত্যা

0
156

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কেশরহাট গ্রামের ১০ম শ্রেণির ছাত্র মিলন (১৫) এন্ড্রয়েড মোবাইল ও কম্পিউটার কিনে না দেওয়া বাবা-মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে। ৯ই অক্টোবর রবিবার বিকেল ৪টার দিকে ঘরের ফ্যান টাঙ্গানো হুঁকের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোহেল রানার ছেলে মিলন হোসেন (১৫) কেশরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, পরিবারের নিকট এন্ড্রয়েড মোবাইল ও কম্পিউটারের কিনে নেওয়া জন্য দাবি করে। কিনে না দেওয়া অভিমান করে পরিবারের সকলের অজান্তে সয়ন কক্ষে ফ্যান টাঙ্গানো হুঁকের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মোহনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন এই বিষয়ে মোহনপুর থানায় একটি ইউডি মামলা হবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।