টাইগারদের পর এবার কিউইদের হারালো পাকিস্তান

0
118

ক্রাইস্টচার্চে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই অপ্রতিরোধ্য পাকিস্তান। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়ের পর এবার তারা হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকেও। অধিনায়ক বাবর আজমের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে তারা।

হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি কিউইরা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮.২ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। টানা দুই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো বাবরের দল।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। পাওয়ার প্লে’র মধ্যে সাজঘরে ফিরে যান আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ান (১২ বলে ৪) ও তিন নম্বরে নামা শান মাসুদ (২ বলে ০)। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে পাকিস্তান।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে দারুণভাবে এগিয়ে নেন অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক শাদাব খান। দুজনের জুটিতে ৭ ওভারে আসে ৬১ রান। দলীয় সংগ্রহ ১০০ পার হওয়ার আগে মাত্র ২২ বলে ৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন শাদাব।

এরপর মোহাম্মদ নওয়াজ টুকটুক করলেও অপরপ্রান্তে সাবলীল ছিলেন বাবর। মাত্র ৩৩ বল খেলেই তিনি তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা কিউই টপঅর্ডার ব্যাটারদের কেউই হাত খুলে খেলতে পারেননি। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলায় ১৪৭ রানে পৌঁছায় নিউজিল্যান্ডের সংগ্রহ। দারুণ বোলিং করেন পাকিস্তানি পেসার হারিস রউফ।