দেশে নতুন ২৯৯ জনের করোনা শনাক্ত

0
225
ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এ সময় রোগী শনাক্ত হয়েছেন ২৯৯ জন। শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৮০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।