কে এম পি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
93

আহছানুল আমীন জর্জ, খুলনা : ১৩ জুলাই সকাল ১১ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি ) এর পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা এঁর সভাপতিত্বে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ এ্যান্ড এ ) জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএ্যাণ্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএ্যাণ্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।

উক্ত অপরাধ সভায় কেএমপি’র কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অনিষ্পত্তিকৃত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি এবং মাদকদ্রব্য নির্মূলে ন্যায়-নিষ্ঠা, ধর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।