চিতলমারীতে বিসর্জনের মধ্যেদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

0
178

সাগর মন্ডল, চিতলমারী ( বাগেরহাট) প্রতিনিধি: মহাদশমীতে পূজা মন্ডপগুলোতে সিঁদুর খেলা, আনন্দ উৎসব ও বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলন্বদের পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার সকালে দর্পণ- বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা।এর মধ্যদিয়েই শেষ হলো সনাতন ধর্মাবলন্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব ।

এদিন উপজেলার পূজামন্ডপ গুলো ঘুরে দেখা যায়, সকালে মন্ডপগুলোতে শুরু হয় দশমী বিহিত পূজা। পূজা শুরু আগে দেবী দুর্গা মাকে শেষ দর্শনে মন্ডপে ভিড় জমান ভক্তরা। ঢাক- ঢোল, কাঁসর ঘন্টায় ধুপ আরতি দেবী দুর্গার পূজা অর্চণায় মুখর ছিলো পূজা মন্ডপগুলো। পূজার আনুষ্ঠানিকতা শেষে মায়ের পায়ে সিঁদুর ছুয়ে সিঁদুর খেরায় মেতে উঠেন ভক্তরা। এসময় নাচে গানে আনন্দ করেন বিভিন্ন বয়সী মানুষ।

চিতলমারী বাজারে কেন্দ্রীয় পূজা মন্ডপে গিয়ে দেখা যায় ভক্তরা দেবী দুর্গার শেষ দর্শনে আরাধনায় মেতেছেন। সকালে দশমী বিহিত পূজা শেষে সিঁদুর খেলায় মাতে বিভিন্ন বয়সী মানুষ। শ্রীরামপুর পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি ডাঃ মনিসংকর পাইক ও সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও তারা খুব সুন্দর পরিবেশে দেবী দুর্গা মাকে বিদায় জানালাম। শেষ সময়ে মায়ের বিদায়ে কিছুটা খারাপ লাগছে। এবার পূজায় মায়ের কাছে প্রর্থনা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে অশুভ শক্তির বিনাশ হোক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশবাসী ও সকলের কল্যাণ চেয়েছেন।