বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা সংখ্যা মহার্ঘ এর ১৪ বছরপূর্তি প্রকাশনা উৎসব

0
144

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও প্রাণবন্ত করতে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত পূজো সংখ্যা ‘মহার্ঘ’ শারদীয় শিল্প, সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী এর ১৪ বছরপূর্তি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী (৩অক্টোবর) সোমবার রাত ৮টায় বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংখ্যাটির মোড়ক উম্মোচন করে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

শারদ সংখ্যা’র সম্পাদক দীপক কুমার সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান পিএএ, থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খোন্দকার, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা প্রাণীসম্প্রসারণ কর্মকর্তা গাউসুল আলম আলাল।

এসময় অন্যান্যদের মধ্যে পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, পুসাসের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম সুমন, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, জাহাঙ্গীর ইসলাম, বাধন কর্মকার কৃষ্ণ, সাখাওয়াত হোসেন জুম্মা, উত্তম সরকার, শফিকুল ইসলাম বাবলু, আবু বকর সিদ্দিক, বিমান মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা, প্রকাশিত শারদ সংখ্যা মহার্ঘ’র উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রকাশনাটি যেন যুগ যুগ ধরে শারদীয় দুর্গোৎসবের শান্তিময় বার্তা নিয়ে অধুনালব্ধ সমাজকে আলোকিত করে। এ সংখ্যাটি যেন হয়ে উঠে দেশের উন্নয়নের অংশীদার এবং দেশে-বিদেশে ছড়িয়ে পড়–ক ব্যাপ্তিতা এমনটা আশাবাদ সকলের।