গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের টিপস

0
156

ঠোঁটের সৌন্দর্য বাড়াতে লিপস্টিক অনবদ্য। আর এ সৌন্দর্যের মাত্রা কিছুটা বাড়াতে অনেককেই গাঢ় লাল লিপস্টিকে সাজতে দেখা যায়। তবে সঠিক নিয়ম না জানায় অনেকসময় দাঁতে লেগে যায় বা ঠোঁট থেকে আশপাশে ছড়িয়ে যায়।

এ রকম পরিস্থিতি থেকে রেহাই পেতে জেনে নিন গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে কিছু টিপস

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারের আগে যা করবেন-

লিপস্টিকের গুণগত মান :

ঠোঁট ভালো রাখতে অবশ্যই গুণগত মান যাচাই করে ভালো মানের লিপস্টিক ব্যবহার করতে হবে।

ঠোঁটকে প্রস্তুত করুন :

লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে-মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।

ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে :

শুকনো টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরুন। এতে বাড়তি লিপ বাম যেমন দূর হবে, তেমনি পাউডারের আস্তরণ লিপস্টিকের রঙ ধরে রাখতে সাহায্য করবে।

আগে লিপস্টিক, এরপর লিপ লাইনার :

ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নেবেন। চেষ্টা করুন একই রঙের শেড বেছে নিতে। লিপস্টিকের চাইতে হালকা অথবা গাঢ় শেডের লাইনার ভালো দেখায় না।

ফিনিশিং টাচ :

এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন। এরপর ব্রাশে সামান্য কনসিলার ও ফেস পাউডার নিয়ে ঠোঁটের কোণায় লাগিয়েই শেষ করুন আপনার ঠোঁটের যত্ন।

টিপস :

আপনার ত্বক শুষ্ক হলে ম্যাট লিপস্টিকের বদলে ক্রিমি লিপস্টিক বেছে নেবেন।

গ্লসি লিপস্টিকের ক্ষেত্রে আগে লিপ লাইনার ব্যবহার করবেন। তাহলে ছড়িয়ে পড়বে না লিপস্টিক।

ঠোঁটের রং কালচে হলে অনেক সময় লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। সে ক্ষেত্রে আগে ফাউন্ডেশন বেজ ও কনসিলার ব্রাশের সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন।