রংপুর চিনিকলের বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

0
86

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্পকারখানা রংপুর চিনিকলের আখচাষী আখের মূল্য ও শ্রমিক-কর্মচারীদের ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে আজ সকালে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচি চলাকালে চিনিকলের সামনের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা চিনিকলের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় তাঁরা থালা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষী নেতা আব্দুর রশিদ ধলু সহ শ্রমিক ও আখচাষী নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আখচাষীদের পাওনা, শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ এবং সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যু মুক্ত করতে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট দাবী জানান।