তিস্তার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

0
80

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী  প্রতিনিধি: তিস্তা নদীর পানি প্রবাহ সর্বকালের রেকড ভঙ্গ করেছে। টানা ভাড়ী বর্ষণ আর উজানের পাহাড়ী ঢলে ফুঁসে উঠেছে তিস্তা নদীর পানি। এতে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের আশপাশের নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬ টায় নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার (৫২.৬০) ৫২ সেন্টিমিটার (৫৩.১২) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল রবিবার (১২ জুলাই) রাত ১২ টায় সেখানে পানি প্রবাহ হচ্ছিল বিপদসীমার ৫৫ সেন্টিমিটার (৫৩.১৫) ওপর দিয়ে। পরিস্থিতি সামাল দিতে দিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তা ব্যারেজ এলাকার ও এর আশপাশ এলাকায় রেড এলার্ড জারী করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতা প্রসাদ ঘোস বলেন, তিস্তা ব্যারেজের পানি ধারণ ক্ষমতা রয়েছে সাড়ে চার লাখ কিউসেক। এর বেশি হলে পানি অপসারণের জন্য প্লাট বাইপাস খুলে দিতে হয়।

তিনি আরো বলেন, গত রাতে ওই প্লাট বাইপাস খুলে দেওয়ার কাছাকাছি পানি প্রবাহ পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।