শ্রীনগরে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে জনসচেতনতামূলক সভা

0
137

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মিলে” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে জনসচেতনতামূলক সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, শ্রীনগর থানা ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ, র‌্যাব-১০’র (ভাগ্যকুল ক্যাম্প) কমান্ডার মো. আলিম, শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা মৎস্যজীবি সমিতি ও জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ ধরায় সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে।