আমেরিকা কখনো কারো কল্যাণ চায় নি: আইআরজিসি

0
106

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ-প্রধান আলী ফাদাভি বলেছেন, আমেরিকা কখনো কারো কল্যাণ চায় নি। তারা এখন পর্যন্ত এমন একটি কাজও করেনি যা অন্য দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

১৯৭৯ সালে ইরানে স্বৈরাচারের বিরুদ্ধে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই তেহরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে ওয়াশিংটন।

আইআরজিসি’র এই প্রভাবশালী কমান্ডার আরও বলেন, সত্য ও মিথ্যার মধ্যে লড়াইয়ের কোনো শেষ নেই। সত্য ও মিথ্যার মধ্যে সংঘাত চিরকাল থাকবে। বর্তমান বিশ্বে মিথ্যা ও অন্যায়ের প্রতিনিধিত্ব করছে আমেরিকা। মার্কিন কংগ্রেসেও এই বাস্তবতার কথা স্বীকার করা হয়েছে।

জেনারেল ফাদাভি বলেন, আমি নিশ্চিত করে বলছি ইরানের ইসলামি বিপ্লব বিশ্বে সত্য ও ন্যায়ের প্রতিনিধিত্ব করছে। এ কারণেই আমেরিকা ইন্টারনেট ও স্যাটেলাইটসহ নানা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন উপায়ে ইরানের ইসলামি বিপ্লবকে ঘায়েল করার চেষ্টা করছে।