বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

0
168

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর আয়োজনে বুধবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক বাবুল সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খন্দোকার মোঃ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হাফিস আল আসাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাগেরহাট উপ-পরিচালক বিকাশ কুমার দাস, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসি, সরকারি মহিলা কলেজের উপাদক্ষ অধ্যাপক প্রকাশ মালাকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সাধারন সম্পাদক আব্দুস সালাম, প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের ডিস্ট্রিক্ট প্যাসিলিটেটর গোপী নাথ সাহা, অধ্যক্ষ খন্দোকারন আসিফ উদ্দিন রাখি প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী, সংবাদকর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।