উত্তর ইরাকের সন্ত্রাসী অবস্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো আইআরজিসি

0
146

ইরানের ইসলাম বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি আবারো ইরাকের কুর্দিস্তানে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আইআরজিসি, পাশাপাশি তারা কমব্যাট ড্রেন ব্যবহার করে।

ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আই আরজিসির পদাতিক বাহিনী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে রয়েছে কথিত কমলা পার্টি। হামলায় এ বাহিনীর বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৪ নভেম্বর থেকে আইআরজিসি প্রতিদিন নিয়মিতভাবেই ইরাকের উত্তর অঞ্চলের তৎপর্যি গেরিলাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। আজকের হামলার পর ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চূড়ান্ত জবাব দিয়েছে।-পার্সটুডে