মানিকগঞ্জে বৈদ্যুতিক খুটি চুরি করে ফার্নিচারের কাঠ তৈরি

0
87

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চেগারঘোনা গ্রামে বৈদ্যুতিক লাইনের কাজের জন্য ফেলে রাখা খু্ঁটি চুরি করে ফার্নিচারের কাঠ চেরাই করার ঘটনা ঘটেছ।

তথ্য সূত্রে জানা যায়,গতকাল ১১-০৭-২০২০ ইং শনিবার বিকেল সাড়ে চারটার দিকে অত্র এলাকার স্থানিয় মৃত রহিম বেপারীর ছেলে আলিবর্দ্দি মুন্সি চেগারঘোনা নতুন মসজিদের পাশে কাজের জন্য ফেলে রাখা বৈদ্যুতিক খুটি ভ্যানে করে চেগারঘোনা বাজারের করিম খানের স’মিলে নিয়ে গিয়ে ফার্নিচারের কাঠ চেরাই করে। স্থানিয় লোকজন বলেন, স’মিলের কর্মচারী সফিমোল্লার সহায়তায় আলিবর্দ্দি মুন্সি এ কাজ করেছে। বিষয়টি আমাদের নজরে আসলে সাথে সাথেই বিদ্যুৎ অফিসে ফোন করে জানাই।

এ বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানাজার মোঃ আব্দুর রশিদ মৃধা জানান,” আমাকে ফোন করে বিষয়টি জানানো হলে আমি সাথে সাথেই ঘটনা স্থলে লোক পাঠাই। তারা সেখান থেকে চেরাই করা অবস্থায় বৈদ্যুতিক খুটি উদ্ধার করে নিয়ে আসে। আলিবর্দ্দি মুন্সি যে কাজটি করেছে তা অবশ্যই আইনের চোখে দন্ডনিয় অপরাধ। তার রিরুদ্ধে মামলা করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”