শার্শার রুদ্রপুর সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0
414

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০ পিস (১.২৩৩ কেজি) স্বর্ণের বার সহ সাকিব (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রুদ্রপুর সীমান্তের আজগর আলীর আমবাগান থেকে স্বর্ণ সহ তাকে আটক করা হয়। আটক সাকিব শার্শার গোগা গ্রামের মৃতঃ কালাম হোসেনের ছেলে।

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্তে অভিযান চালনো হয়। এসময় সাকিব আটক পূর্বক তল্লাশি করলে তার হাতে গামাছায় বাধা সারের মধ্যে কসটেপ দিয়ে জড়ানো ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১.২৩৩ কেজি। বাজার মুল্য ৮৯,৪৬,৪৫০ টাকা।

আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত আগষ্ট ও সেপ্টেম্বর ২০২২ মাসে উক্ত সীমান্ত থেকে ১১ টি অভিযানে ১৬,৪১,৩৪,০০০ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।