ধামরাই‌য়ে সংবাদ সংগ্রহের সময় সাংবা‌দিক লাঞ্চিত‌, থানায় অভি‌যোগ

0
280

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই‌য়ে এসএসসি প‌রীক্ষা শেষে শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে ঐ বিদ‌্যাল‌য়ের ঝারুদার মোঃ ফারুক কর্তৃক লা‌ঞ্চিতের শিকার হ‌য়ে‌ছেন দৈনিক জার্নাল টাইমস পত্রিকার ধামরাই প্রতিনিধি ওসমান গণি ।

এ বিষ‌য়ে ভূক্ত‌ভোগী সাংবা‌দিক ধামরাই থানায় ঐ স্কুল ঝারুদার এর বি‌রুদ্ধে থানায় একটি ‌লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন।

এ বিষ‌য়ে ভূক্ত‌ভোগী সাংবা‌দিক ওসমান গনি বলেন, সাধারণ গ‌ণিত প‌রিক্ষা চলাকালীন সম‌য়ে যাদবপুর বিএম উচ্চ বিদ‌্যালয়ের পিয়ন হান্নান হলরু‌মে পরীক্ষার্থী‌দের কাছ থে‌কে ক‌্যালকু‌লেটর কে‌রে নেন এবং তা প্রায় ১ঘণ্টা পর ফেরত দেন। এ জন্য পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হ‌য়ে‌ছেন। প্রয়োজনীয় ব‌্যাবস্থা গ্রহ‌নের জন্য ঐ বিদ্যালয়ের পিয়ন হান্নান ও কেন্দ্র স‌চিব বেরশ শিবনাথ উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল সহ ক‌য়েকজ‌নের বি‌রুদ্ধে ধামরাই ইউএনও বরাবর অ‌ভি‌যোগ ক‌রেন ভূক্ত‌ভোগী প‌রিক্ষার্থীরা।

অ‌ভিযোগ এর ভি‌ত্তি‌তে সাংবাদিক ওসমান গনি …রবি.. বার আনুমা‌নিক ১টা ৩০ মি‌নি‌টে সংবাদ সংগ্রহে আ‌মি সহ আরও ক‌য়েকজন সহকর্মী ‌বিদ‌্যালয় মা‌ঠে উপ‌স্থিত হ‌লে ২০-২৫ জন পরীক্ষার্থী‌কে প‌রিক্ষা নিয়ন্ত্রকের ক‌ক্ষের সাম‌নে জড়ো হ‌তে দেখ‌তে পে‌য়ে তা‌দের জ‌রো হওয়ার কারন জান‌তে চাই‌লে হঠাৎ প‌রিক্ষা নিয়ন্ত্রকের কক্ষ থে‌কে সেখা‌নে ঝারুদার ফারুক ছু‌টে এসে আমা‌কে গা‌লিগালাজ কর‌তে থা‌কে এক পর্যায় সে আমা‌কে সেখা‌নে লা‌থি মে‌রে পু‌তে রাখার হুম‌কি দেয়। আ‌মি আমার অপরাধ জান‌তে চাই‌লে সে ব‌লে ও‌রে ধইরা নিয়া চল বাইন্ধা রাখ, পু‌লি‌শে ধ‌রিয়া দিমু, ১০ টাকার সাংবা‌দিক হাত পা ভাইঙ্গা ফালা একথা ব‌লে আমার দি‌কে তার ব‌হিরাগত বা‌হিনী সহ তে‌রে আ‌সে তখন আমার সহকর্মীরা আমা‌কে উদ্ধার ক‌রেন।

এ বিষ‌য়ে কেন্দ্র স‌চিব মোঃ ইকবাল হো‌সেন ব‌লেন এটা কোন বেপার না।