আলীকদমে ইউএনও অপসারণ সহ অন্যান্য দাবীতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

0
151

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: আলীকদমে ইউএনও অপসারণ সহ অন্যান্য দাবীতে বান্দরবানে সচেতন সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর সোমবার বিকালে বান্দরবানের সচেতন নাগরিক সমাজের আয়োজনে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে আলীকদমের ইউএনও মেহেরুবা ইসলামের অপসারন, স্থায়ী বাসিন্দা সনদ সার্কেল চীফের (রাজা) পরিবর্তে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর, ভূমি রেজিস্ট্রেশন এর জটিলতা নিরসন,অতিরিক্ত পৌরকর প্রত্যাহার ও বাজার ফান্ড এলাকায় সরকারি লোন চালু করা সহ পার্বত্য চট্টগ্রামে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবীতে হিলবার্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক সচেতন সমাজের প্রবীণ মুরুব্বী হাজী আব্দুর শুক্কুর ।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আকন্দ, বান্দরবান সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌর শাখার সাধারণ সম্পাদক এরশাদ চোধুরীসহ অনেকে ।