ঠাকুরগাঁওয়ে বিষ পাতা খেলা অনুষ্ঠিত

0
125

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ক্লাবের আয়োজনে বিষ পাতা(সাপ)খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে (২৪সেপ্টেম্বর) সদরের নারগুন ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার ইক্ষু খামার মাঠে ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই নেচে গেয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন আদিবাসী নারীরা।

বিষ পাতা (সাপ)খেলায় অংশ নেন বিভিন্নস্থান থেকে আসা ওঝা-কবিরাজের ৮টি দল। ঐতিহ্যবাহী বিষ পাতা খেলা দেখতে রোদ বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে।

খেলা দেখতে আসা স্বপ্না মার্ডি বলেন, অনেক দিন পর সাপ খেলা অনুষ্ঠিত হলো। এর আগে কখনো সরাসরি সাপ খেলা দেখিনি আজ প্রথম দেখলাম। সাপ দেখে ভয় লাগলেও আনন্দ পেয়েছি অনেক। পাপ্পু নামে আরেকজন বলেন, কখনো সাপ খেলা দেখিনি। আজ দেখলাম। খেলা দেখে অনেক আনন্দ পেয়েছি।

আদিবাসী ক্লাবের সভাপতি মো: হারুন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেরেকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, আদিবাসী ক্লাবের সাধারণ সম্পাদক সরল মারডি, ইউপি সদস্য আব্দুল জব্বারসহ অন্যান্যরা।

খেলার নিয়ম তান্ত্রিক ওঝারা ঝাঁড়ফুক তন্ত্রমন্ত্র দিয়ে সাপকে নিজের দিকে টানবে। সাপ প্রথমে যার দিকে যাবে সেই প্রথম বলে বিবেচিত হবে। এ খেলায়ায় ৮টি দল অংশগ্রহণ করলেও খেলায় কৃষ্ণ টুডু দল প্রথম স্থান লাভ করেন। দ্বিতীয় হন আবু তালেব দল এবং তৃতীয় হন মানুরাম দল। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।