উপ-নির্বাচন; প্রতীক পেয়ে প্রচারণায় গাইবান্ধা-৫ আসনের প্রার্থীরা

0
118

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন।

এর আগে এ আসনে নির্বাচনে অংশ নিতে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাইয়ে ভোটার তালিকায় গরমিল থাকায় চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে এ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীক, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আপেল প্রতীক, সৈয়দ মো. মাহবুবুর রহমান ট্রাক প্রতীক ও বিকল্পধারার প্রার্থী মো. জাহাঙ্গীর আলম কুলা প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের সময় প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয় আজ। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। শূন্য এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।