টাঙ্গাইলে আব্দুলাহ হত্যা মামলার মুল আসামি শাহীন গ্রেফতার

0
89

আশিকুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নির্মাণ শ্রমিক আব্দুল্লাহ হত্যা মামলার মুল আসামি শাহীন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রোববার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শাহীন মিয়া। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

টাঙ্গাইলের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এসআই প্রীতেশ তালুকদার জানান, পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ সুপার ছরোয়ার জাহান সরকারের নেতৃত্বে শনিবার রাতে নাটোর জেলায় অভিযান পরিচালনা করা হয়। পরে গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামের নুরু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে শাহীন মিয়াকে আদালতে প্রেরণ করলে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।

এসআই প্রীতেশ তালুকদার বলেন, ‘জবানবন্দিতে শাহীন মিয়া বলেন, এডভোকেট আব্দুল রশিদের নির্দেশে ছুরিকাতে আব্দুল্লাহকে হত্যা করা হয়’।

টাঙ্গাইলের সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মাহাম্মদ রিয়াজুল হক জানান, আব্দুল্লাহ হত্যাকারীদের অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। দ্রুত ওই মামলার বাকি আসামী গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৭ জুন সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে শালিসী বৈঠকে পূর্ব পরিকল্পনা অনুযায়ি আব্দুল মিয়াকে হত্যা করে। পরে ৮ জুন আব্দুল স্ত্রী সুমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। শাহীন মিয়া ছাড়া বাকি আসামীরা পলাতক রয়েছে।