বাল্য বিয়ে নিবন্ধন করায় উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে কাজির কারাদণ্ড

0
200

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাল্য বিয়ে নিবন্ধন করায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজি রেজাউল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কাজি রেজাউল করিম তার চেন্বারে উধুনিয়া ইউনিয়নের চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর বিয়ে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বালাম বই যাচাই করে বাল্য বিয়ে রেজিস্ট্রেশন করার প্রমাণ পাওয়া গেছে।