রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

0
89

নিজস্ব প্রতিবেদক: করোনার উপসর্গ নিয়ে নগরীতে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্য মোজাফফর হোসেন (৫৫)। তিনি নগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস।

তিনি জানান, মৃত মোজাফফর হোসেনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ফকিরপাড়া গ্রামে। তিনি মৃত জাবান আলী। তিনি নগরীরর পুলিশ লাইন্স ব্যারাকে থাকতেন। গতকাল রোববার সকাল ৮টা পরে নগরীর অভয়ার মোড় এলাকায় মেয়ের বাসায় তিনি হোম কোয়ারেন্টাইনে অবস্থায় তিনি মারা যান।

নগর পুরিশ আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মৃত মোজাফর ৭ জুলাই জ্বর নিয়ে বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। এরপর নগরীতে মেয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন কয়েকদিন। সেই অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও তার লাশ স্বাস্থবিধি মেনে নিজের গ্রামে দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।