ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অব্যাহত

0
156

রনজিত কুমার পাল বাবু, ঢাকা জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু এর নির্দেশনায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস এবং উদ্বোধক ছিলেন উপদেষ্টা আশীষ কুমার মজুমদার।

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শুকরানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক সভাপতি ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।

এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।