নেপালে ভূমিধসে মৃত বেড়ে ২২

0
114
ফাইল ছবি

নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। রবিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। রাজধানী কাঠমান্ডুর ৪৫০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এই বিপর্যয় ঘটে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে হিমালয় পর্বত ঘেরা দেশটিতে বন্যা ও ভূমিধস একটি সাধারণ ঘটনা।সরকারি তথ্য অনুযায়ী, এই বছর বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে।

স্বেচ্ছাসেবী, পুলিশ এবং সামরিক বাহিনীর উদ্ধারকর্মীরা আচ্ছামে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশী জেলা কৈলালিতে এক জেলের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ; যিনি গীতা নদীর পানিতে ভেসে গিয়েছিলেন।

কৈলালির কর্মকর্তা যজ্ঞ রাজ যোশী জানিয়েছেন, বন্যাকবলিত প্রায় ১৫০০ মানুষকে সরিয়ে সরকারি ভবনের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।