এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

0
318

কদিন আগে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ইনজুরির শঙ্কা থাকায় বিশ্বকাপের দল দিতে বেশ বেগ পেতে হলো চ্যাম্পিয়নদের। দল ঘোষণার নির্ধারিত সময়ের একদিন পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এলসি)।

এশিয়া কাপ দিয়ে দারুণ প্রত্যাবর্তন শ্রীলঙ্কার। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর টানা পাঁচ জয়। ভারত ছাড়াও পাকিস্তানকেই তারা হারিয়েছে দুই দু’বার। একসময় ধুঁকতে থাকা দলটির এমন সাফল্যের পর সমর্থকরা আশায় আছেন অস্ট্রেলিয়ায় অনুষ্টিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করবে শানাকার দল।

তবে এই মুহূর্তে তাদের বড় চিন্তা ইনজুরি। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের অন্তত দুজনের খেলা নিয়ে শঙ্কা আছে। তারা হচ্ছেন দুশমন্থ চামিরা এবং লাহিরু কুমারা। বলা হচ্ছে, সুস্থ বা ফিট থাকা সাপেক্ষেই কেবল খেলবেন তারা। এর আগে ইনজুরির কারণে এশিয়া কাপের দলেও ছিলেন না তারা।

এদিকে, স্বাভাবিকভাবেই এশিয়া কাপের স্কোয়াড নিয়েই বিশ্বকাপের দল সাজিয়েছে শ্রীলঙ্কা। শুধু বাদ পড়েছেন মাথিশা পাথিরানা। এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছিল। এদিকে, অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল এশিয়া কাপের দলে থাকলেও বিশ্বকাপে আছেন স্ট্যান্ডবাই হিসেবে।

বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), ধানুশাকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা (ফিট থাকা সাপেক্ষে), লাহিরু কুমারা (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশাঙ্কা ও প্রমোদ মাধুশান।

স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, প্রবীণ জয়াউইক্রেমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিন্দু ফার্নান্দো।