রামগঞ্জে অবৈধ নচিমন দুর্ঘটনায় মারিয়ার জীবন এখন সংকটাপন্ন

0
72

পারভেজ হোসাইন:  অবৈধ যানবাহন নচিমন ও সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষে রামগঞ্জউপজেলার নোয়াগাঁও উত্তরপাড়া নুরানী মাদ্রাসার ২য় জামায়াতের ছাত্রী মারিয়ার জীবন এখন সংকটাপন্ন। রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের হাজিরপাড়া নামকস্থানে ঘটনারদিন ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত টানা ৫দিন কুমিল্লা ট্রমা সেন্টারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শিশু মারিয়া।

দুুুর্ঘটনার পর রামগঞ্জ থানা পুলিশ অবৈধ নচিমনটি থানায় নিয়ে গেলেও অদ্যবধি পর্যন্ত ওই অবৈধ গাড়ির মালিক সোনাপুর বাজারের অসাধু ব্যবসায়ী বলরাম বনিকের বিরুদ্ধে যথাযথ কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেননি। শিশু মারিয়া রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের তালুকদার বাড়ির মোঃ স্বপনের মেয়ে। মারিয়ার মা রৌশন আক্তার জানিয়েছেন, অর্থ সংকটের কারনে মেয়ের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া সম্বব হচ্চে না আমাদের পক্ষে।

এছাড়াও কুমিল্লা ট্রমা সেন্টার কতৃপক্ষ ১১জুলাইয়ের মধ্যে হাসপাতালের ডিও পরিশোধ না করলে ১২ জুলাই মারিয়াকে হাসপাতাল থেকে বের করে দিবেন বলে জানিয়েছেন। মা রৌশন আক্তার মেয়ের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।