বাগেরহাটে সিএসএসের এইডস প্রতিরোধ প্রকল্প পরিদর্শন

0
123

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বেসরকারী উন্নয়ন সংস্থা সিএসএস এর এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পে বাগেরহাটের মোংলায় চলমান কার্য পরিদর্শন করা হয়। প্রকল্প এলাকার যৌনপল্লীর যৌনকর্মী ও মোংলার বাস টার্মিনালের শ্রমিক শ্রেনীর মানুষের সাথে সিএসএস এর এইচআইভি/এইডস প্রতিরোধে সচেতনতার কর্মকাজ মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, যৌন কর্মীদের বিনামূল্যে এবং পরিবহন শ্রমিকদের অর্ধেক মুল্যে ঔষধ প্রদান করা হয়।

মোংলার পরিবহন শ্রমিকরা বলেন, এইচআইভি/ এইডস একটা ভয়াবহ মরণব্যাধি আমরা আগে জানতাম না। সিএসএস এর কর্মীরা এই রোগ ও প্রতিরাধ বিষয়ে আমাদের জানায়। তারা আরো জানায়, রক্ত দিলে ও নিলে এবং অবাধে যৌন মেলামেশা করলে এইচআইভি/এইডস রোগ হয়।

বাগেরহাট প্রকল্প এরিয়ার ফিল্ড সুপার ভাইজার শেখ মারুফ হোসেন বলেন, সিএসএস ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সিএসএস ইনক্রিসড রেজিলিয়েন্স অব পার্সন্স অ্যাটরিক্স এ্যাগেইনস্ট এইচআইভি থ্রু এডুকেশন অ্যান্ড এলিনিমেশন অব স্টিগমা প্রকল্পটি হাতে-নিয়েছে।