বাগেরহাটে উইমেন‘স বিউটি ওয়াল্ড ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

0
623

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে উইমেন‘স বিউটি ওয়াল্ড ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাগেরহাট শহরের পুরাতন বাজার ভূমি অফিস এলাকায় ফিতা ও কেক কেটে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

এসময় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, মোরেলগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহা: মোখলেছুর রহমান, বাগেরহাট দুদকের আইজীবী অ্যাড. মিলন কুমার ব্যানার্জী, উদ্যোক্তা তানিয়া আফরোজ লাবনী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মোরেলগঞ্জের তুলাতলায় অবস্থিত মহিলা কৃষি প্রশিক্ষন ইনিস্টিটিউট থেকে প্রশিক্ষন নিয়ে উদ্যোক্তা তানিয়া আফরোজ লাবনী এই উইমেন‘স বিউটি ওয়াল্ড ও প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এতে একদিকে যেমন সে নিজে সাবলম্বি হবে, অপরদিকে এখান থেকে হাতের কাছে স্বল্প খরচে প্রশিক্ষন নিয়ে অনেক বেকার নারীরা ভালভাবে বাঁচার স্বপ্ন দেখবে।

উদ্যোক্তা তানিয়া আফরোজ লাবনী বলেন, বেকারত্ব কি সেটার বাস্তব ধারণা তার রয়েছে। তাই এখানে নামমাত্র খরচে বেকার নারীদের তিনি প্রশিক্ষন দিয়ে দক্ষ করে তুলবেন।